ঢাকা 1:06 am, Tuesday, 22 July 2025

২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে-ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের

  • Reporter Name
  • Update Time : 07:27:36 pm, Saturday, 11 January 2025
  • 15 Time View

স্মরণকালের বৃহত্তম সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে জমায়েত হন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সাংসদ ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি তাঁর বক্তব্যে বলেন, যে আশা আকাঙ্খা নিয়ে ৫ আগস্ট ঘটেছিল, তা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন আমরা চাইনা। উপদেষ্টা সদস্যদের মধ্যে ভুত রয়েছে, এ ভুত তাড়ান। তা না হলে জনগণ তাড়াবে।

তিনি বলেন, নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, জনগণ তা মানবে না। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এর মধ্যে রমজান আসন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার দর নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে কোন দেশ আমাদের কাবু করতে পারবে না। এই মূহুত্বে দেশের বড় দুইটি রাজনৈতিক দল বিএনপি-জামায়াতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মত-পার্থক্য থাকবে এবং থাকতে পারে। তা, যেনো মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা ভারতসহ সকল দেশের সাথে সু-সম্পর্ক রাখতে চাই। তবে ভারত প্রভুর আচরণ করলে, তা মেনে নেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর অধ্যক্ষ মাও, আ. রহিম পাটওয়ারী, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারি এ্যাড. শাহজাহান মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাও, আবুল হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য এস মো. হারুনুর রশিদ ওসমানী।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাও, মীর হোসাইন, জামায়াতে ইসলামীর চাঁদপুর সদর উপজেলা আমীর এ্যাড. মো. শাহাজান খাঁন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিল ও চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারীর উপস্থাপনায় সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী সফিকুর রহমান মজুমদার ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন। এসময় অন্যান্য অতিথিবৃন্দসহ উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে-ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের

Update Time : 07:27:36 pm, Saturday, 11 January 2025

স্মরণকালের বৃহত্তম সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে জমায়েত হন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সাংসদ ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি তাঁর বক্তব্যে বলেন, যে আশা আকাঙ্খা নিয়ে ৫ আগস্ট ঘটেছিল, তা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন আমরা চাইনা। উপদেষ্টা সদস্যদের মধ্যে ভুত রয়েছে, এ ভুত তাড়ান। তা না হলে জনগণ তাড়াবে।

তিনি বলেন, নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, জনগণ তা মানবে না। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এর মধ্যে রমজান আসন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার দর নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে কোন দেশ আমাদের কাবু করতে পারবে না। এই মূহুত্বে দেশের বড় দুইটি রাজনৈতিক দল বিএনপি-জামায়াতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মত-পার্থক্য থাকবে এবং থাকতে পারে। তা, যেনো মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা ভারতসহ সকল দেশের সাথে সু-সম্পর্ক রাখতে চাই। তবে ভারত প্রভুর আচরণ করলে, তা মেনে নেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর অধ্যক্ষ মাও, আ. রহিম পাটওয়ারী, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারি এ্যাড. শাহজাহান মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাও, আবুল হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য এস মো. হারুনুর রশিদ ওসমানী।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাও, মীর হোসাইন, জামায়াতে ইসলামীর চাঁদপুর সদর উপজেলা আমীর এ্যাড. মো. শাহাজান খাঁন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিল ও চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারীর উপস্থাপনায় সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী সফিকুর রহমান মজুমদার ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন। এসময় অন্যান্য অতিথিবৃন্দসহ উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।