শিরোনাম:
কচুয়ায় বিউটিশিয়ানকে তুলে নিয়ে শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কচুয়ায় বিষপানে ৩ সন্তানের জননীর আত্মহত্যা হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বড়কুল পূর্ব ইউনিয়নের আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক, গ্রে ফ তা র ৮ হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যাডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন আগামী সাত দিনের মধ্যে সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হাজীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে শপথ নিয়ে প্রথম ভাষণে বললেন ট্রাম্প

হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যাডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ফুটবল ও কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ পৌরসভা ও ব্যডমিন্টনে চ্যাম্পিয়ন কালচোঁ উত্তর ইউনিয়ন। সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাটিলা পূর্ব ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পৌরসভা।

এছাড়াও রোববার (১৯ জানুয়ারী) অনুষ্ঠিত ব্যডমিন্টন টুর্নামেন্টে বড়কুল পূর্ব ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালচোঁ উত্তর ইউনিয়ন এবং একই দিনে কাবাডি টুর্নামেন্টে বড়কুল পশ্চিম ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পৌরসভা। পৌরসভাধীন আলীগঞ্জ পিটিআই মাঠে (বাঘের মাঠ) এসব খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহাম্মদ জানান, গত ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ২০ জানুয়ারী, সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

কাবাডি টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালাল জানান, গত ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে কাবাডি টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৯ জানুয়ারী, রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

ব্যডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক ও উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশিদ জানান, গত ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে ব্যডমিন্ট টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৯ জানুয়ারী, রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়।

এছাড়াও প্লাস্টিক প্রণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্যে থেকে ডেক্রোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোরী-কিশোরীদের পুষ্টি বিষযক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটোরিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইসব সিদ্ধান্তের আলোকে কর্মসূচী ও টুর্নামেন্টগুলো বাস্তবায়ন করা হয়েছে ও হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১