তারুণ্যের উৎসব প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এ বিজয়ী হয়েছে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। রোববার (২ ফেব্রুয়ারী) কচুয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ৬৬ রানে হারিয়ে বিজয় অর্জন করে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে কচুয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৩ উইকেট হারিয়ে ২১৯ রান করে। আর কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে।
খেলায় হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করে শিক্ষার্থী রাতুল ও ৮২ রান করে জুম্মান। এদিকে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আগামি ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সাথে খেলায় অংশগ্রহণ করবে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিকান্দার বলেন, ক্রিকেট খেলা শুধুমাত্র একটি দল বা খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একতাবদ্ধতা, সহযোগিতা এবং জয়ের জন্য একটি সংগ্রাম। তিনি বিজয়ী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং আগামি ম্যাচে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সাথে বিজয় অর্জনে সবার দোয়া কামনা করেন।