শিরোনাম:
কহলথুড়ি আদর্শ সামাজ কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ চাঁদপুরে শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধাঞ্জলি ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন চাঁদপুরে ধর্ষণে অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি কচুয়ায় মাসনিগাছা উবিতে ৫ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী : সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক প্রিয় চাঁদপুর শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমান বন্দরে আটক যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাকিলায় বিদেশীদের সহযোগিতায় সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মোহাম্মদ হাবীব উল্যাহ্

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় স্থানীয় অংশীজনের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) পরিষদের হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, স্ট্রেনদেস্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প পেইজ-২ এর প্রকল্প পরিচালক মো. আবুল বাসার, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাজ্জিদ আহমেদ।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এরপর বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার একেএম মাহতাব উদ্দিন ও অফিসার মো. আতিকুর রহমান।

সিসিডিএ এর উপজেলা সমন্বয়কারী উম্মে সালমা সাম্মীর স্বাগত বক্তব্য ও উপস্থাপনায় সভায় সিমস্ প্রকল্প বিভিন্ন পর্যায়ে যে সকল তথ্য সেবা প্রদান করে তার আলোকপাত এবং অভিবাসন প্রক্রিয়া সহজিকরন, বিভিন্ন সমস্যা ও প্রতিকারে করনীয় কি তা বিশদ আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, আগামি চার বছর এ প্রকল্পের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সচেতনমূলক কার্যক্রম, সালিশি ও আইনি সেবা প্রদান করা হবে।

এসময় উপস্থিতির মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সুধীজনদের মধ্যে বিল্লাল হোসেন মজুমদার, ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) উপজেলা সোশ্যাল মোবিলাইজার ঊষা দাস ও ইউনিয়ন সোশ্যাল মোবিলাইজার দীতি রানী দাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় ইউপি সদস্যসহ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সহযোগী সংস্থা সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় হাজীগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭