• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার পরকীয়া প্রেম, স্বামীর অভিযোগের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আটক পাকিস্তানের পাল্টা হামলায় কেঁপে উঠলো ভারত চাঁদপুরের ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ফরিদগঞ্জে পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন হাজীগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলকে নাজেহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন ভারতের অভিযানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত ভ্রাম্যমান আদালতের অভিযানে শাহরাস্তিতে ৩টি ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত হাইমচরে শিশু ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক

হাজীগঞ্জে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করছে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
হাজীগঞ্জে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করছে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন

প্রতি বছরের মতো এবারো ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহৃত রেখেছে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কোন্দ্রা (দোয়াগোন্ডা) প্রবাসী কল্যাণ সংগঠন। এতে ওই গ্রামের অসহায়, দরিদ্র ও অস্বচ্ছলসহ মধ্যবিত্ত পরিবারের কয়েক শতাধীক মানুষের মুখে হাসি ফুটেছে। রমজান উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করা হচ্ছে।

জানা গেছে, ‘কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের ছোঁয়া, ইফতার সামনে নিয়ে এলাকাবাসীর দোয়া’ এই শ্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের মানুষের মাঝে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করা হচ্ছে। যা গ্রামের প্রবাসী ছাড়া প্রতিটি পরিবার কিনতে পারছে।

মাত্র ৬৯৯ টাকায় ক্রয়কৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, দেড় কেজি চিনি, দেড় কেজি মুড়ি, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম খেজুর। এই ইফতার সামগ্রীর বাজার মূল্য ১২’শ টাকারও বেশি। প্রবাসী এ সংগঠনটি দোয়াগোন্ডা বাজারের সৌরভ স্টোরের মাধ্যমে ছাড়কৃত মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করছে। বাকি ভর্তুকির টাকা কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন বহন করবে।

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন শুধু রমজান মাসে নয়, তারা বিভিন্ন সময়ে আপদে-বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও যেন সংগঠনটি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেজন্য সকলের দোয়া কামনা করেন।

এ ব্যাপারে সৌরভ স্টোরের সত্ত্বাধীকারী মো. মোস্তফা জানান, রমজান মাস এলেই ইফতার সামগ্রীর দাম বেড়ে যায়। এতে অস্বচ্ছল ও দরিদ্র মানুষেরা বিপাকে পড়েন। তাদের কথা বিবেচনা করে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন গত কয়েক বছর ধরে অর্ধেক দামে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিক্রি করে আসছে।

তিনি আরও জানান, সংগঠনটির সকল সদস্য তাদের পরিশ্রমের উপার্জিত টাকার একটি অংশ মানবতার কল্যানে ব্যয় করে থাকেন। এর অংশ হিসাবে এবছরও সংগঠনের সদস্যরা বাজার মূল্যে ইফতার সামগ্রী ক্রয় করে এবং সেই ইফতার সামগ্রী প্রায় অর্ধেক দামে গ্রামের প্রতিটি পরিবারের মাঝে বিক্রয় করে থাকে। এবছর কোন্দ্রা গ্রামের প্রবাসী ছাড়া সকল পরিবার ভর্তুকি মূল্যে ইফতার সামগ্রী ক্রয় করতে পারছে।

কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, আমরা কোন্দ্রা গ্রামের প্রবাসীরা নিজেদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগীতা চাই। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, আশাকরি আমরা সবাই যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো।

উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। সংগঠনটি রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয় পাশাপাশি বর্ন্যাত্বদের মাঝে খাদ্য সামগ্রী, বর্ষাকালে চারাগাছ ও শীতকালে শীতবস্ত্র বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়ে থাকে।

এছাড়াও প্রতি বছর ২টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ এবং সংগঠনের আয়োজনে জাতীয় দিবস সমূহে ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। আগামি দিনেও সংগঠনটি যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১