মাছ-মাংসের বাজার নিয়ন্ত্রণে হাজীগঞ্জে তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন ব্যবসায়ীকে জরিমানা আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর মধ্যে তরকারি পট্টির জাকির গোস্ত বিতানে নগদ ২ হাজার, সায়মা পোল্ট্রিতে ৫’শ, সামীন এন্টার প্রাইজে ৫’শ ও আহাদ পোল্ট্রিতে ৫’শ টাকা এবং হকার্স মার্কেটে মায়ের দোয়া গোস্ত বিতানে ১ হাজার ও মিজান হাজীর গোস্ত বিতানে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, তেল ও মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাজার তদারকি অভিযানের পাশাপাশি হাজীগঞ্জ বাজারের যানজট নিয়ন্ত্রণে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হকারমুক্ত করার লক্ষ্যে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।