শিরোনাম:

চাঁদপুরে সদরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৩ অবৈধ ইটভাটা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
চাঁদপুরে সদরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৩ অবৈধ ইটভাটা

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর সদরে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

বিকেলে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, যৌথ বাহিনী কর্তৃক সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীনভাবে পরিচালতি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙে বন্ধ করে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগে ফরিদগঞ্জ উপজেলায় ৯টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১