শিরোনাম:
হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হাজীগঞ্জের রামপুরে সংঘর্ষে রণক্ষেত্র, জড়িয়ে পড়লো কয়েকটি গ্রাম হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক উৎসবমূখর পরিবেশে হাজীগঞ্জে পালিত হচ্ছে ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না-নাহিদ হাজীগঞ্জের মধ্য বড়কুল বিএনপির ইফতার মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়ালেন চাঁদপুরের জেলা প্রশাসক মতলব দক্ষিণে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার হাজীগঞ্জে জিয়া পরিষদের উপদেষ্টা পরিষদ ও উপজেলা কমিটি অনুমোদন

একটি গোষ্ঠী আবারো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে-নাসিরুদ্দিন পাটওয়ারী

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ছবি-ত্রিনদী

দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতায় আমরা ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন আওয়ামী লীগের দোসররা প্রতিনিয়ত বাধাগ্রস্ত করে যাচ্ছে। তারা আমাদেরকে নতুন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থ্যাৎ যারা গত ১৫ বছর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, তারা একটি গোষ্ঠীর সহযোগিতায় আবারো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। এদিন জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এতিমসহ সুধীজনের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের জায়গা হবে না। সরকারের যে ইনিস্টিটউশন বা যে কোন রাজনৈতিক দল বা পক্ষ-গোষ্ঠী আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চায়, তাদেরকে গত ৫ আগস্ট যেভাবে প্রতিহত করা হয়েছে, আগামি দিনেও সেভাবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদেরকে প্রতিহত করা হবে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। আর আামাদের একমাত্র শত্রু হলো, বাংলাদেশ আওয়ামী লীগ। যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আমাদের সমমনা ও সকল ইসলামী দল, ছাত্র-জনতাসহ দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়বো এবং আপনাদের সকলের সহযোগিতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো।

এসময় তিনি হাতিয়ায় হান্নানা মাসউদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আগামি ইলেকশনে (নির্বাচন) কোন ম্যাসল পাওয়ারে (শারিরিক শক্তি) হবে না। চাঁদাবাজি কিংবা টাকার জোর, ক্ষমতার জোর, পোস্টার লাগিয়ে হবে না। তরুণরা যেভাবে ৫ আগস্টে লড়াই করে জয়ি হয়েছিলো, আগামি ইলকেশনে তারা তাদের সেই টেকনিক ব্যবহার করে নির্বাচন করবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া,  হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী।

বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের পক্ষে মো. সামিউল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো. শাফায়েত হোসন এবং স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নুরুল ইসলাম বকাউলের সভাপতিত্বে বক্তব্য শেষে দেশের সকল শহিদদের মাগফেরাত, জুলাই-আগস্টে আহতদের সুস্থতা, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মো. কবির হোসোঈন।

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি জাহিদ হাসানের উপস্থাপনায় সভায় জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এতিমসহ সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০