ঢাকা 7:55 am, Saturday, 6 September 2025

হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

  • Reporter Name
  • Update Time : 09:33:20 am, Wednesday, 2 April 2025
  • 29 Time View

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া এলাকায় সিগারেট পানাকরাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ২ পাড়ার মধ্যে গভীর রাতে সংঘর্ষ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রী কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে সিগারেট পান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে ৯জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছিলো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

Update Time : 09:33:20 am, Wednesday, 2 April 2025

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রী কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে সিগারেট পান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে ৯জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছিলো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।