ঢাকা 12:27 am, Wednesday, 3 September 2025

হাজীগঞ্জে ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

মেলার নামে অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি বহন করবে না-আলহাজ্ব ইমাম হোসেন

  • Reporter Name
  • Update Time : 08:18:07 pm, Saturday, 19 April 2025
  • 31 Time View

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কুটির শিল্প পন্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. ইমাম হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী ব্যক্তি বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির পায়তারা চালিয়ে আসছে। মেলার নামে কোনভাবেই এসব অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি নেবেনা।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মেলার নামে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন ঠেকাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর প্রদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

আলহাজ্ব ইমাম হোসেন সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজারে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে জীবন দিতে হয়েছে। বর্তমানে কিশোর গ্যাংসহ দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আপনারা (সংবাদকর্মী) অবগত এবং এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলার আয়োজন কতটা সমীচীন? আমরা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে পরীক্ষা চলাকালীন মেলা বন্ধের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যবসা-বানিজ্য সমৃদ্ধ হওয়ায় হাজীগঞ্জে গড়ে ওঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক কাঠামো, স্কুল, কলেজ ও মাদ্রাসা। এ নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন এবং যিনি বিভিন্ন জুলুম ও অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। এখন মেলার নামে আইন-শৃঙ্খলার অবনতি হলে, তার দ্বায়ভার বিএনপি নিবে না। সুতরাং মেলা বন্ধ করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন।

উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

হাজীগঞ্জে ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

মেলার নামে অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি বহন করবে না-আলহাজ্ব ইমাম হোসেন

Update Time : 08:18:07 pm, Saturday, 19 April 2025

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কুটির শিল্প পন্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. ইমাম হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী ব্যক্তি বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির পায়তারা চালিয়ে আসছে। মেলার নামে কোনভাবেই এসব অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি নেবেনা।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মেলার নামে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন ঠেকাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর প্রদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

আলহাজ্ব ইমাম হোসেন সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজারে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে জীবন দিতে হয়েছে। বর্তমানে কিশোর গ্যাংসহ দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আপনারা (সংবাদকর্মী) অবগত এবং এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলার আয়োজন কতটা সমীচীন? আমরা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে পরীক্ষা চলাকালীন মেলা বন্ধের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যবসা-বানিজ্য সমৃদ্ধ হওয়ায় হাজীগঞ্জে গড়ে ওঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক কাঠামো, স্কুল, কলেজ ও মাদ্রাসা। এ নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন এবং যিনি বিভিন্ন জুলুম ও অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। এখন মেলার নামে আইন-শৃঙ্খলার অবনতি হলে, তার দ্বায়ভার বিএনপি নিবে না। সুতরাং মেলা বন্ধ করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন।

উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।