বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) চাঁদপুর জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর ফলে সনাতন পদ্ধতিতেই চলছে জেলা বাপসা।
জেলা বাপসার বর্তমান কমিটি টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্বে রয়েছে, তাদের দুইবার যে কমিটি হয়েছে, সে কমিটি গঠন নিয়ে জেলা বাপসার অনেক নের্তৃবৃন্দসহ সমর্থকদের মাঝে নানাহ প্রশ্ন এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
চাঁদপুর জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরেরর৩০ জানুয়ারি। এর ফলে প্রায় ৪ মাসের মত সময় হবে তাদের মেয়াদোত্তীর্ণ হয়েছে, বর্তমান কমিটি এখন পর্যন্ত নতুন কমিটি করার কোন প্রকার উদ্যােগ নেননি। এরফলে তারা মেয়াদোত্তীর্ণ কমিটি বহাল রেখেই দায়িত্বে থাকতে চায়।
জানা যায়, বর্তমান কমিটি ২০১৮ প্রথম বিতর্কিত ভোটে দায়িত্বে আসেন, সে কমিটির মেয়াদ শেষ হলে ২০২১ সালে কন্ঠ ভোটে এক প্রকার একতরফা ফ্যাসিস্টদের মত জোর করে ক্ষমতায় থাকে, এরপর থেকে জেলা বাপসার অন্তদ্বন্ধ বাড়তে থাকে। জেলা বাপসা পেশাজীবি সংগঠন,এটা মনে করতে চায়না বর্তমান কমিটি, বহাল তবিয়ৎ তারা ক্ষমতায় থাকতে চায়। বর্তমান কমিটি দ্রুত সময়ের মধ্য নতুন কমিটি না করলে তাদের এ পেশাজীবি সংগঠনের আরো অন্তদ্বন্দ্ব বাড়ার আশঙ্কা করছে জেলা বাপসার অধিকাংশ সদস্য।
২০২১ সালের কমিটি গঠণের পর বিগত ৩ বছরে একটিও সাধারণ সভা করতে ব্যর্থ হয় মেয়াদোত্তীর্ণ কমিটি।
এ ছাড়া ও চলতি বছর তাদেন মধ্য দ্বন্দ্ব থাকার কারণে ইফতার মাহফিলে ৮৯ জন সচিবের মধ্যে ১০/১২ জন সচিবের উপস্থিতিতে মিডিয়াকে আড়াল করে অনুষ্ঠান করা হয়।
উল্লেখ্য সংগঠনের নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হবার ৩ মাস পূর্বেই আহ্বায়ক কমিটি হওয়ার কথা থাকলেও মেয়াদহীন কমিটি কোন তোয়াক্কা না করে পদ ব্যবহার করে জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে, এমনটাও অনেক বাপসা নেতা অভিযোগ করেছে।