চাঁদপুরের হাজীগঞ্জে পৃথকভাবে ২জনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ২জনকে আটক করেছে পুলিশ।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের জনতা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যঅ করা হয় লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে ইমন হোসেনকে (২৫)।
এ ঘটনায় প্রধান আসামী পূর্ব রাজারগাঁও গ্রামের আক্তার বেপারীর ছেলে জিলানীকে (২০) আটক করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা।
ইমন হত্যার ঘটনায় ২৫ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে নিহতের বাবা মো. হারুনুর রশিদ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় এক হত্যা মামলা দায়ের করেন। যার নং- ১৪/২০২৪ । এতে ১৮ জনের নাম উল্লেখ করে ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ মামলায় কয়েকজন আসামী জামিনে রয়েছে, আবার কেউ কেউ আছে পলাতক।
অপর দিকে চলতি বছর ৩১ জানুয়ারি (শুক্রবার) জমিতে ধান রোপনকে কেন্দ্র করে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ^র গ্রামে জুময়ার নামাজের সময় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় কৃষক সেলিমকে।
ওই মামলার ৪নং আসামী গৌড়েশ^র গাজী বাড়ীর আবু সুফিয়ান গাজীর ছেলে রাব্বি গাজীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সায়েম।
সেলিমকে হত্যার ঘটনায় তার বড় ছেলে মো. সবুজ ১ ফেব্রুয়ারি/২০২৪ ৭জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ১নং আসামী মৃত আ. ওহাবের ছেলে আলী আকবর কাজী (৪৮), ৬নং আসামী আলী আজমের ছেলে নুরুল ইসলাম কাজী (২৮) জেল হাজতে রয়েছে। অন্যরা পলাতক।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পৃথক ২টি হত্যাক-ই নির্মম। আসামীদের আদালতের মাধ্যমে রিমা- চাওয়া হবে। এ ঘটনায় আরো কারা কারা জড়িত আছে, রিমান্ডে সব তথ্য বেরিয় আসবে।