ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭৮ Time View

মো. নাজমুল হাসান সানি

চাঁদপুরের হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত হওয়ার ৮দিন পর বিকাশ কর্মী মো. নাজমুল হাসান সানি মারা গেছে। সোমবার (২৬ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৮ মে, রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনায় তার বোনও গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন। মারা যাওয়া নাজমুল হাসান সানি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তারা এখন সপরিবারে একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করে।

জানা গেছে, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। গত ১৮ মে, রোববার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।

পরবর্তীতে সানি শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর আজ সকাল সাড়ে ৮টায় মারা যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রতিবেশী আব্দুস সাত্তার মিয়াজী ও সানির সহকর্মী বিকাশে কর্মরত মামুন তপদার।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনায় আহত সানির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়া পৌরসভার কোয়া নূর ই মদিনা জামে মসজিদের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Update Time : ০৬:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত হওয়ার ৮দিন পর বিকাশ কর্মী মো. নাজমুল হাসান সানি মারা গেছে। সোমবার (২৬ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৮ মে, রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনায় তার বোনও গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন। মারা যাওয়া নাজমুল হাসান সানি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তারা এখন সপরিবারে একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করে।

জানা গেছে, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। গত ১৮ মে, রোববার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।

পরবর্তীতে সানি শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর আজ সকাল সাড়ে ৮টায় মারা যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রতিবেশী আব্দুস সাত্তার মিয়াজী ও সানির সহকর্মী বিকাশে কর্মরত মামুন তপদার।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনায় আহত সানির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।