রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর আয়োজনে রোটাবর্ষ ২০২৫-২০২৬ এর প্রথম দিবস সেলিব্রেট কো হয়েছে। গতকাল ১ জুলাই সকাল ৯টায় শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহরের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জুস,বিস্কিট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সারা বিশ্বে রোটারীর একটি শক্তিশালী অবস্থান এবং পরিচিতি রয়েছে। বিশ্বজুড়ে এ ক্লাব মানব সেবা এবং সমাজ সেবা করছে। সেই ধারাবাহিকতায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত। আজকের কার্যক্রম তারই ধারাবাহিকতার অংশ।
তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিশুদেরকে সামনে আনার যে প্রচেষ্টা আপনারা নিয়েছেন, তা দেখে সত্যিই আমি মুগ্ধ। আমি চাইবো আপনারা এর সাথে আরও বেশি চ্যালেঞ্জিং কাজে অংশগ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো।
ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রোটা:পিপি শেখ মনির হোসেন বাবুল। আরো বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম,ক্লাব সেক্রেটারী গিয়াসউদ্দিন মিলন,উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদি সাবিহা আক্তার শাহজাদী সাবিহা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন রোটা: পিপি কাজী শাহাদ্ত, তমাল কুমার ঘোষ,ডা, বিশ্বনাথ পোদ্দার, জামাল হোসেন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন পাটোয়ারী, মোস্তাক আহমেদ খান, সবেবরাত সরকার, নূরুল আমিন খান আকাশ,সাখাওয়াত হোসেন শাকিল , সাহেদুল হক মোর্শেদ, মাকসুদুর রহমান, ইমরান হোসেন পুমুখ।
পুরো অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর রোটারিয়ানবৃন্দ, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রোটারেক্ট,ইন্টারেক্ট সদস্যবৃন্দ এবং স্কাউট ব্যান্ড দলের সদস্যবৃন্দ।