চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানীকে (৬০) বিল্লাল হোসেনকে (৫০) নামে এক মুসল্লি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। অন্য মুসল্লিরা তাকে আটক করে তার হাতে থাকা একটি চাপাতি উদ্ধার করেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর পৌনে দুইটার সময় চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই নাজমুল সঙ্গীও ফোর্স নিয়ে এসে উত্তেজিত মুসল্লিদের হাত থেকে হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলাকারী বিল্লাল হোসেনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদি, বিষ্ণুপুর ৭ নম্বর বকুলতলা রোড এলাকায়।
আহত মসজিদের ইমাম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আনম. নূরুর রহমান মাদানী হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস। তিনি মোবাল্লেগ হুজুর নামে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে হঠাৎ করেই মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে খতিব নূরুর রহমান মাদানীকে চাপাটি দিয়ে কানের গোড়ালিতে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীকে সাথে সাথে অন্য মুসল্লিরা আটক করে এবং তার হাতে থাকা চাপাতি উদ্ধার করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার করেন।
আহত খতিব নূরুর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং বর্তমানে চাঁদপুরের একেক দিন একেক মসজিদে জুমার নামাজের সময় খতিবের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায়।
এ বিষয়ে আহত খতিবের ছেলেরা বলেন, আমরা অবশ্যই মামলা করবো। মসজিদ কমিটিসহ আমরা বিষয়টি নিয়ে আলোচনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।