চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলা, ঢাকার মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যা ও দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের বাইতুল আমিন শপথ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন ও রক্তের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে যেই সংগ্রাম শুরু হয়েছে সেটি এখনো শেষ হয়ে যায়নি। ছাত্র-জনতা ও দেশের সাধারণ মানুষ আজও জাগ্রত রয়েছে।
নতুন কোন ফ্যাসিবাদের স্থান এদেশে হবে না। কোন সন্ত্রাসী চাঁদাবাজদের দলকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
তারা বলেন, অবিলম্বে সকল সন্ত্রাস ও চাঁদাবাজ দের কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে দেশের কাছে স্পষ্ট হয়ে গেছে কারা সন্ত্রাস চাঁদাবাজি করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।
বক্তারা বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষক দলের বিরুদ্ধে গণমানুষকে সোচ্চার হতে হবে। নতুন কোন স্বৈরশাসক কে আমরা আর দেশের ক্ষমতায় বসাতে চাই না।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন সুজন, আইন বিষয়ক
সম্পাদক জানে আলম জুয়েল, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে বিপিনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।