ঢাকা 11:54 pm, Thursday, 17 July 2025
চাঁদপুরে সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে : মোহসীন উদ্দিন

দীর্ঘ এক যুগ পর জমকালো আয়োজন পূর্ণ এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উৎসব মুখরা এবং আনন্দঘন পরিবেশ তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটার চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপন অনুষ্ঠানের স্থলে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, কবি এবং লেখকরা এই ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। সমাজকে বদলে দিতে হলে লেখতে হবে, পড়তে হবে। অন্ধ সমাজকে পথ দেখাতে হলে পড়ার কোন বিকল্প নেই। যার কারণে আজকের এই আলোচনা সভা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বরচিত কবিতা পাঠ নতুনদের অনুপ্রেরণা যোগায়। আজকে এই সাহিত্য একাডেমির আলোচনার মোড়কে সাহিত্যকে নবীন লেখকদের মাঝে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের এই অন্ধ সমাজ কোথায় চলে যাচ্ছে? লেখকরা যদি না লেখে তাহলে অন্ধ সমাজকে পথ দেখাবে কে? তাই লেখকদের কলম বন্ধ করা যাবে না।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, সাধারণ সদস্য এডভোকেট ইকবাল বিন বাশার, কার্যনির্বাহী সদস্য মির্জা জাকির। এ সময় উপস্থিত ছিলেন, সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য একেএম সলিম উল্লাহ, ডাক্তার মাইনুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট ইকবাল বিন বাসার, সাধারণ সদস্য লায়ন মাহমুদ হাসান খান, নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গনি, স্কুল শিক্ষিকা খোদেজা মাহবুব, সাহিত্য একাডেমীর পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (গ্রন্থাগার , সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মুখলেসুর রহমান ভূঁইয়া, শেখ মহিউদ্দিন রাসেল, নুরুল ইসলাম ফরহাদ, কবির হোসেন মিজি, উজ্জল হোসাইন, মনিরুজ্জামান বাবলু, সুমন কুমার দত্ত, সাদ আল আমিন।

এর আগে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা পাঠ কমিটির সদস্য সচিব কবি জাহিদ নয়ন সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন, সৌরভ সালেকীন, কবির হোসেন মিজি, কাজী রাসেল, তোফাজ্জল হোসেন, ম. নূরে আলম পাটওয়ারী, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, নুরুন্নাহার মুন্নী, দন্ত্যন ইসলাম, খোকন মজুমদার, কাজী আদনান, সাকিব খান।

পরে আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এ পর্বে সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) আক্কাস আলী রেলওয়ে একাডেমী প্রাঙ্গণে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঐদিন দিনব্যাপী চাঁদপুর ও ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনে শুক্রবার (১১ জুলাই) সাহিত্য একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা ও বাবুরহাট অগ্নিবীণা পাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এনসিপির সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুরে সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে : মোহসীন উদ্দিন

Update Time : 10:22:31 pm, Saturday, 12 July 2025

দীর্ঘ এক যুগ পর জমকালো আয়োজন পূর্ণ এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উৎসব মুখরা এবং আনন্দঘন পরিবেশ তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটার চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপন অনুষ্ঠানের স্থলে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, কবি এবং লেখকরা এই ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। সমাজকে বদলে দিতে হলে লেখতে হবে, পড়তে হবে। অন্ধ সমাজকে পথ দেখাতে হলে পড়ার কোন বিকল্প নেই। যার কারণে আজকের এই আলোচনা সভা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বরচিত কবিতা পাঠ নতুনদের অনুপ্রেরণা যোগায়। আজকে এই সাহিত্য একাডেমির আলোচনার মোড়কে সাহিত্যকে নবীন লেখকদের মাঝে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের এই অন্ধ সমাজ কোথায় চলে যাচ্ছে? লেখকরা যদি না লেখে তাহলে অন্ধ সমাজকে পথ দেখাবে কে? তাই লেখকদের কলম বন্ধ করা যাবে না।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, সাধারণ সদস্য এডভোকেট ইকবাল বিন বাশার, কার্যনির্বাহী সদস্য মির্জা জাকির। এ সময় উপস্থিত ছিলেন, সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য একেএম সলিম উল্লাহ, ডাক্তার মাইনুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট ইকবাল বিন বাসার, সাধারণ সদস্য লায়ন মাহমুদ হাসান খান, নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গনি, স্কুল শিক্ষিকা খোদেজা মাহবুব, সাহিত্য একাডেমীর পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (গ্রন্থাগার , সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মুখলেসুর রহমান ভূঁইয়া, শেখ মহিউদ্দিন রাসেল, নুরুল ইসলাম ফরহাদ, কবির হোসেন মিজি, উজ্জল হোসাইন, মনিরুজ্জামান বাবলু, সুমন কুমার দত্ত, সাদ আল আমিন।

এর আগে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা পাঠ কমিটির সদস্য সচিব কবি জাহিদ নয়ন সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন, সৌরভ সালেকীন, কবির হোসেন মিজি, কাজী রাসেল, তোফাজ্জল হোসেন, ম. নূরে আলম পাটওয়ারী, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, নুরুন্নাহার মুন্নী, দন্ত্যন ইসলাম, খোকন মজুমদার, কাজী আদনান, সাকিব খান।

পরে আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এ পর্বে সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) আক্কাস আলী রেলওয়ে একাডেমী প্রাঙ্গণে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঐদিন দিনব্যাপী চাঁদপুর ও ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনে শুক্রবার (১১ জুলাই) সাহিত্য একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা ও বাবুরহাট অগ্নিবীণা পাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।