চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ এলাকায় মা-মেয়ের একসঙ্গে কীটনাশক পানের ঘটনা ঘটেছে। এতে মেয়ে জান্নাত (১৮) মারা গেছেন এবং মা পারুল বেগম (৪৫) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার কিছু আগে পারিবারিক কলহের জেরে মা পারুল বেগম ও তার মেয়ে জান্নাত উভয়ে ঘরে রাখা কীটনাশক পান করেন।
স্থানীয়রা জানান, জান্নাত কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা এমন সিদ্ধান্ত নেন।
পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন এবং মা পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার প্রচেষ্টা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।