জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে চারজন শহীদের কবরস্থানে চারাগাছ রোপন ও তাদের মাগফেরাত কামনায় কবর জিয়ারত এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পক্ষে শনিবার (২০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এ চারাগাছ রোপন করেন।
এদিন বিকালে তিনি পৌরসভাধীন টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের শহীদ আব্দুল হান্নান, সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের শহীদ এ্যাড. আবুল কালাম আজাদ ও রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত শেষে কবরস্থানে বৃক্ষরোপণ করেন।
এসময় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. তৈয়ব হোসেন। বৃক্ষরোপন ও কবর জিয়ারতে উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ পরিবারের সদস্য কবির আহমেদ হিমেল সরকার, রাসেল বকাউলের বাবা নুরুল ইসলাম বকাউল, হান্নানের স্ত্রীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, সংবাদকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।