ঢাকা 1:57 am, Sunday, 27 July 2025

মসজিদ নির্মাণ কেন্দ্র করে সংঘর্ষ, ১ জনের মৃত্যু, কয়েকটি বাড়ীতে আগুন

  • Reporter Name
  • Update Time : 08:56:30 pm, Saturday, 26 July 2025
  • 11 Time View

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুরো গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি মারা যান।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকালে উত্তেজিত গ্রামবাসীরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। কয়েকটি বাড়িতে লুটপাটের অভিযোগও রয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (শুক্রবার) মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন আজ (শনিবার) মারা গেলে উত্তেজনা আবারও বাড়ে এবং কিছু বিক্ষুব্ধ ব্যক্তি প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শহীদ হান্নানের একমাত্র সন্তান বাবার মুখ দেখেনি

মসজিদ নির্মাণ কেন্দ্র করে সংঘর্ষ, ১ জনের মৃত্যু, কয়েকটি বাড়ীতে আগুন

Update Time : 08:56:30 pm, Saturday, 26 July 2025

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুরো গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি মারা যান।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকালে উত্তেজিত গ্রামবাসীরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। কয়েকটি বাড়িতে লুটপাটের অভিযোগও রয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (শুক্রবার) মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন আজ (শনিবার) মারা গেলে উত্তেজনা আবারও বাড়ে এবং কিছু বিক্ষুব্ধ ব্যক্তি প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’