হাজীগঞ্জে সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত রতনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে জানাযা শেষে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে তিনি এদিন ভোররাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ওই বাড়ির মরহুম নুরুল ইসলামের ছেলে। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাতিজা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন জানান, আব্দুল মুকিত রতন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হলে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন।
তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ৯১ সালে বিএনপি সরকারের শিপ্লমন্ত্রী জহীর উদ্দিন খাঁন, পরবর্তীতে খুরশিদ জাহান হক (চকলেট) আপার সহকারী একান্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জাহানারা বেগমের সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। আব্দুল মুকিত রতন রাজধানী ঢাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এদিকে আব্দুল মুকিত রতনের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান, সাবেক ছাত্রনেতারা’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।