হাজীগঞ্জ উপজেলার বলাখাল-রামপুরের কালোচোঁ দক্ষিণ ইউপি পরিষদ সড়ক সীমানা থেকে কালোচোঁ উত্তরের সীমানা সড়ক বলাখাল-রামপুর টু রাজাপুর-ইছাপুর সড়ক, হাজীগঞ্জের স্টেশন রোড হয়ে পিরোজপুর সড়ক এবং ধড্ডা খালপাড় হয়ে ধড্ডা-রঘুনাথপুর সড়ক নিজস্ব উদ্যোগে সংস্কার কাজ সম্পন্ন করেছেন কালোচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের পরামর্শক্রমে এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “এ পাকা সড়কগুলো দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা ছিল। বর্ষাকালে চলাচলে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হতো। এখন অনেক সহজে হেঁটে কিংবা গাড়ি নিয়ে যাওয়া যায়।”
আরেকজন স্থানীয় নারী রহিমা বেগম বলেন, “আমাদের সন্তানদের স্কুলে যেতে আগে খুব কষ্ট হতো। নতুনভাবে সংস্কার করায় ঝুঁকি কমেছে।”
স্থানীয় পিরোজপুর বাজারের প্রবাসী জাহাঙ্গীর বলেন, আগে এ রাস্তায় গাড়ী নিয়ে চলাচল করা যেতোনা। এখন চেয়ারম্যান সাহেব রাস্তাটি সংস্কার করায় সহযেই তিনটি রাস্তা দিয়ে চলাচল করা যায়।
তিনি আরো বলেন, কালোচোঁ উত্তর ইউনিয়নটি সাধারণত কৃষি অঞ্চল, আলু, পাট ও ধান আমাদের প্রধান অর্থকরী ফসল। রাস্তাগুলো খারাপ হওয়ায় কৃষিপণ্য পরিবহণে খুবই সমস্যা হতো । সড়কগুলো সংস্কার হওয়ায় কৃষিপণ্য পরিবহণে সুবিধা হবে।
সিএনজি চালক কামাল জানান, রাস্তায় সিএনজি নিয়ে চলাচল খুব কঠিন ছিলো। সড়কগুলো মেরামত হওয়ায় এখন যন চলাচল স্বাভাবিক হইবে।
পিরোজপুর বাজারে মেম্বার রতন বলেন, ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের পরামর্শক্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
আরেক ইউপি চেয়ারম্যান মানিক বলেন, চেয়ারম্যান নিজস্ব উদ্যোগে পরিষদের মেম্বারদের সাথে পরামর্শক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আমাদের ইউনিয়নে ৩টি সড়ক সংস্কারের উদ্যোগ নেন।
চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, “স্থানীয় জনগণের চাহিদা ও ইউএনও স্যারের নির্দেশনায় এই সংস্কার কাজ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য সড়কও সংস্কার করা হবে।”