হাজীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ বাজারে গণমিছিল শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারস্থ শহীদ আজাদ চত্বর এলাকায় পথসভাস্থলে এসে শেষ হয়।
মিছিল ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনিত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন। তিনি বলেন, গত ১৬ বছর যুদ্ধাপরাধী ও জঙ্গীসহ বিভিন্ন তকমা দিয়ে আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং আলেম ও বিরোধী মতাদর্শের লোকজনকে হত্যা এবং এর প্রতিবাদ করায় নেতা-কর্মীদের জেল-জুলুম, মামলা, হামলা করে চরম নির্যাতন করা হয়েছে।
তিনি বলেন, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা স-পরিবারে পলায়নের মধ্য দিয়ে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে এদেশ থেকে আজও চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত হয় নাই। তাই আমাদের দাবী, আগে সংস্কার পরে নির্বাচন। জামায়াতে ইসলামী বৈষম্যহীন, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন করতে চায়।
মাও. আবুল হোসাইন বলেন, কেউ কেউ আমাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন। তবে আমরা বলবো, কাকে ভয় দেখান। জামায়াতে ইসলামী জ্বলে-পুড়ে পরীক্ষিত হয়েছে। যারাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও বিষেদাগার করেছে, তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে এবং জনগণ তাদেরকে ছেড়ে দেয়নি। সুতরাং বিষেদাগার না করে আল্লাহ’র আইন বাস্তবায়নে সকলে মিলে-মিশে কাজ করুন।
পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা তালীমূল কোরআন বিভাগের সভাপতি মাও. মো. মীর হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা মাও. আবু জাফর সিদ্দিকী ও হাজীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম প্রমুখ।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরানের উপস্থাপনায় গণমিছিলে উপজেলা জামায়াতে আমীর মো. কলিম উল্যাহ্ ভুঁইয়া, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী মো. সফিকুর রহমান মজুমদারসহ উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের কয়েক সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।