হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে এ হাউজ ডে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুকুর চাকমা বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধ সম্ভব। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। তথ্যদাতার নাম গোপন রাখা হবে।
সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য ৭দিন ২৪ ঘন্টা থানার দরজা খোলা থাকে। থানায় আসবেন সেবা নিবেন। কারো মাধ্যমে আসতে হবে না। নিজের সেবা নিজেই গ্রহণ করবেন। সেবাগ্রহণে কোন বিলম্ব বা হয়রানি মনে করলে ওসি কিংবা আমাকে জানাবেন।
পুলিশ পরিদর্শক রাজীব শর্মার উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, জুয়েলারী সমিতির উপজেলা সভাপতি মানিক রায় ও সাইফুল ইসলাম সিফাতসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।