ঢাকা 5:56 pm, Wednesday, 13 August 2025

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী নিহতের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান প্রদান

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
২০ জন সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সরকারি কর্মচারী মৃত্যুবরণকারির পরিবারকে ৮ লক্ষ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।” তিনি আরও বলেন, এই অনুদান নীতিমালা অনুযায়ী, মৃত অথবা স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর পরিবার উপযুক্ত আর্থিক সহায়তা পাবে। এই সুবিধা তাদের কষ্ট লাঘব করবে এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, সরকার মৃত অথবা গুরুতর আহত কর্মচারীদের আর্থিক অনুদান প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালার অধীনে, কর্মচারীর পরিবার বা তিনি নিজে এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহজীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই অনুদান কর্মচারীর পরিবারকে একটি কঠিন সময়ে সহায়তা করবে এবং তাদের মনোবল ধরে রাখতে সাহায্য করবে।

জেলা প্রশাসক এই অনুদান প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক।তিনি সকলের প্রতি এই সুবিধা সম্পর্কে সচেতন থাকার এবং যথাযথভাবে আবেদন করার আহ্বান জানান। সরকারের এই উদ্যোগ কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা এবং এর মাধ্যমে একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে উৎসাহিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীলদের মতবিনিময় সভা 

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী নিহতের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান প্রদান

Update Time : 08:04:17 pm, Monday, 11 August 2025

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
২০ জন সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সরকারি কর্মচারী মৃত্যুবরণকারির পরিবারকে ৮ লক্ষ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।” তিনি আরও বলেন, এই অনুদান নীতিমালা অনুযায়ী, মৃত অথবা স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর পরিবার উপযুক্ত আর্থিক সহায়তা পাবে। এই সুবিধা তাদের কষ্ট লাঘব করবে এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, সরকার মৃত অথবা গুরুতর আহত কর্মচারীদের আর্থিক অনুদান প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালার অধীনে, কর্মচারীর পরিবার বা তিনি নিজে এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহজীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই অনুদান কর্মচারীর পরিবারকে একটি কঠিন সময়ে সহায়তা করবে এবং তাদের মনোবল ধরে রাখতে সাহায্য করবে।

জেলা প্রশাসক এই অনুদান প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক।তিনি সকলের প্রতি এই সুবিধা সম্পর্কে সচেতন থাকার এবং যথাযথভাবে আবেদন করার আহ্বান জানান। সরকারের এই উদ্যোগ কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা এবং এর মাধ্যমে একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে উৎসাহিত করা হবে।