ঢাকা 8:21 pm, Sunday, 17 August 2025

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 09:50:01 am, Sunday, 17 August 2025
  • 3 Time View
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) জেলা কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। “সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাই আমাদের লক্ষ্য”— এ স্লোগানকে সামনে রেখে সভাটি আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শিক শিক্ষা, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল হতে হবে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দ্বীনের সঠিক আদর্শ পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে আমাদের কাজকে আরও জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই, সুস্থ বিচার ব্যবস্থা নেই। সংস্কারের নামে দেশে যে প্রহসন চলছে, তা জনগণ কখনোই চায় না। এজন্যই জনগণ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, প্রতিদিন গুম, খুন, হত্যা, চাঁদাবাজি আর লুটপাট বেড়ে চলেছে। জনগণ কি মানুষের মতো বাঁচার জন্যই ২৪ জুলাইয়ের আন্দোলন করেছিল। আগামীতে এই দেশ হবে ইসলামী আইনের দেশ। ইসলামী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আমাদের আরও শক্তভাবে কাজ করতে হবে।
পিয়ার পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ ব্যবস্থাকে সমর্থন করি। কারণ এই পদ্ধতিতে জনমতের ভিত্তিতে সবাই সবার অধিকার বুঝে পাবে। নির্বাচনে যদি পিয়ার পদ্ধতি চালু হয়, তাহলে অর্থবল, প্রভাব বা ক্ষমতার জোরে কেউ আর জনগণকে দমন করতে পারবে না। প্রকৃত জনপ্রতিনিধি উঠে আসবে। এতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী যুবসেনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এইচ এম শহীদুল্লাহ্, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কেন্দ্রীয় যুবকল্যাণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ আল বাকী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সহ-সাধারণ সম্পাদক, দিদার হোসেন রাকিব।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম এম.এ।
সভায় ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ তাদের অঙ্গ সংগঠন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিয়ের দাবিতে নারীর বাড়তে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

Update Time : 09:50:01 am, Sunday, 17 August 2025
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) জেলা কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। “সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাই আমাদের লক্ষ্য”— এ স্লোগানকে সামনে রেখে সভাটি আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শিক শিক্ষা, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল হতে হবে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দ্বীনের সঠিক আদর্শ পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে আমাদের কাজকে আরও জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই, সুস্থ বিচার ব্যবস্থা নেই। সংস্কারের নামে দেশে যে প্রহসন চলছে, তা জনগণ কখনোই চায় না। এজন্যই জনগণ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, প্রতিদিন গুম, খুন, হত্যা, চাঁদাবাজি আর লুটপাট বেড়ে চলেছে। জনগণ কি মানুষের মতো বাঁচার জন্যই ২৪ জুলাইয়ের আন্দোলন করেছিল। আগামীতে এই দেশ হবে ইসলামী আইনের দেশ। ইসলামী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আমাদের আরও শক্তভাবে কাজ করতে হবে।
পিয়ার পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ ব্যবস্থাকে সমর্থন করি। কারণ এই পদ্ধতিতে জনমতের ভিত্তিতে সবাই সবার অধিকার বুঝে পাবে। নির্বাচনে যদি পিয়ার পদ্ধতি চালু হয়, তাহলে অর্থবল, প্রভাব বা ক্ষমতার জোরে কেউ আর জনগণকে দমন করতে পারবে না। প্রকৃত জনপ্রতিনিধি উঠে আসবে। এতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী যুবসেনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এইচ এম শহীদুল্লাহ্, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কেন্দ্রীয় যুবকল্যাণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ আল বাকী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সহ-সাধারণ সম্পাদক, দিদার হোসেন রাকিব।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম এম.এ।
সভায় ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ তাদের অঙ্গ সংগঠন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।