চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বাবুরহাট থেকে অনেকগুলো রাস্তা রয়েছে, সেখানে যানজট প্রচুর হয়। যানজট নিরসনে আমরা রাস্তা পাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফ্রী দিবো।
সোমবার (১৮ আগষ্ট) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাবুরহাট বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আগামী সপ্তাহ পরেই মুন্সিরহাট থেকে শুরু করে বাবুরহাট এবং তার আশপাশে যানজট নিরসনে রাস্তার দুপাশসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ বিভাগ এক হয়ে আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ফ্রী করে দিবো। আমরা কোন ব্যক্তি মালিকানা জায়গায় যাবো না।
জেলা প্রশাসক বাবুরহাট বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাবুরহাট বাজারে যে মার্কেট হবে সে মার্কেটে ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়া হবে। দোকান বরাদ্দের জন্যে সরকারিভাবে যে মূল্য নির্ধারণ করা হবে তা দিয়েই আপনাদের নিতে হবে।
সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান খান, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাসহ বাবুরহাট বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।