হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে দোয়া-মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশ থেকে বৈষম্য দূরীকরণে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। যা রাজপথে অবস্থান করে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। তা না হলে বিল্পব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।
তিনি বলেন, আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে সংসদে জনগণের মতামত প্রতিফলিত হয় না। তাই, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পিআর পদ্ধতির কথা বলা হয়েছে। এতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব থাকবে। যার ফলে সংসদ ভারসাম্যপূর্ণ হয় এবং গণতন্ত্রের বিকাশ ঘটে। বিষয়টি সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি মো. শাহফরানের সভাপতিত্বে ও ইউনিয়ন ইসলামী আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য মো. জুয়েল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও নূর মোহাম্মদ প্রমুখ।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লার উপস্থাপনায় মো. ইয়াছিন হোসেন, মো. রাসেল হোসেন, মো রহমত উল্লাহ, মো. ওমর ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকসহ স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।