
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতি কি এটি আগে সাধারন মানুষকে বুঝাতে হবে। কেননা আমি যত যায়গায় গিয়েছি সাধারন মানুষকে জিজ্ঞেস করলে পিআর পদ্ধতি সম্পর্কে তারা কিছুই বুঝে না। মানুষ চায় একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দল গুলোর ঐক্য মতে পৌছতে হবে। দেশ আজ যে সংকটের সম্মুখীন এ অবস্থা থেকে উত্তরনের জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধের বিকল্প নেই।

তিনি শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা নাগরিক ঐক্যের আয়োজনে কচুয়া সরকারি কলেজ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কানন এর সভাপতিত্বে ও সদস্য নাছিমা আক্তার সুমা’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, নাগরিক ঐক্যের সাধারন সম্পাদক ও কচুয়া আসনে নাগরিক ঐক্যের মনোনয়ন প্রত্যাশী শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু, নারী বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক নুরুল আফসার মজুমদার, , চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব নুরুজ্জামান, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির প্রধান ও নাগরিক ঐক্যের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাষ্টার প্রমুখ।
 
																			 Reporter Name
																Reporter Name								 









