চাঁদপুরের শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ থেকে মাওলানা আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠান।
মাওলানা আমিনুল ইসলাম গত ২২ জুন গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হন। মনোনয়ন প্রকাশের পর এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে। পরে উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত কমিটি গঠিত হলেও কমিটির রিপোর্ট আসার আগে তিনি পদত্যাগ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মাওলানা আমিনুল ইসলাম চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার স্ত্রী নাজমা বেগমসহ পরিবারের ৮ সদস্যকে মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত একজন ব্যক্তিকে মাদ্রাসার সুপার নিয়োগ দেয়া এবং মাদ্রাসার নাম তিন দফা পরিবর্তনের ঘটনাও ঘটেছে।
মাওলানা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, পদত্যাগের মাধ্যমে তিনি সকল ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছেন।