শাহরাস্তিতে এক রাতে দুটি গোয়াল ঘর থেকে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক আবদুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯/০৯/২০২৫ইং তারিখ রাতে শাহরাস্তি উপজেলার নালিয়াপাড়া গ্রামের মৃত মো. দুলাল মিয়ার ছেলে আবদুল কাদের (৬০) প্রতিদিনের মতো তার গোয়াল ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ২০/০৯/২০২৫ইং তারিখ সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার গোয়াল ঘরে থাকা আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি সাদা-কালো গাভী গরু নেই।
একই সময়ে আবদুল কাদেরের ভাতিজা ও মামলার ১নং সাক্ষী আব্দুর রবের গোয়াল ঘর থেকেও দুটি গরু চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।আবদুল কাদের জানান, ঘটনার পর তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম (বার) জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।