ঢাকা 7:45 pm, Wednesday, 15 October 2025

বরগুনায় আরও ২৫০ সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান

বরগুনার বেতাগীতে ২৫০ জন সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বরগুনার বেতাগীতে আরও ২৫০ জন সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল মনির হাত ধরে এ নিয়ে জেলায় প্রায় ৯৫০ জনের বেশি সনতান ধর্মাবলম্বী বিএনপির রাজনীতির সাথে পথচলা শুরু করলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেতাগী কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও সম্প্রতি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভচ্ছা জানিয়ে দলটিতে যোগদান করছেন তারা।

সাধারণ সম্পাদক সুমন গুহর সঞ্চলনায় মতবিনিময় সভা ও সম্প্রতি সমাবেশে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান প্রমুখ।

এছাড়াও সভায় বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই এ দেশের নাগরিক। আমাদের রাষ্ট্র সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে। তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। মনি আরও বলেন, বিএনপি সবসময় এ দেশের মানুষের পাশে থেকেছে, তাদের অধিকার রক্ষায় কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীরা এই দেশের মাটিতে শত শত বছর ধরে বসবাস করছেন, তারা এ রাষ্ট্রেরই অংশ। কোনো বিভেদ নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্বই আমাদের মূল শক্তি।

সভা শেষে মন্দির কমিটির নেতাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সাবেক এ সংসদ। এছাড়াও উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এর আগে ২৬ সেপ্টেম্বর পাথরঘাটা ও বামনা উপজেলা থেকে ৭০০ জনের বেশি সনাতন ধর্মাবলম্বী নুরুল ইসলাম মনিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

বরগুনায় আরও ২৫০ সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান

Update Time : 11:17:49 pm, Sunday, 28 September 2025

বরগুনার বেতাগীতে আরও ২৫০ জন সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল মনির হাত ধরে এ নিয়ে জেলায় প্রায় ৯৫০ জনের বেশি সনতান ধর্মাবলম্বী বিএনপির রাজনীতির সাথে পথচলা শুরু করলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেতাগী কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও সম্প্রতি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভচ্ছা জানিয়ে দলটিতে যোগদান করছেন তারা।

সাধারণ সম্পাদক সুমন গুহর সঞ্চলনায় মতবিনিময় সভা ও সম্প্রতি সমাবেশে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান প্রমুখ।

এছাড়াও সভায় বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই এ দেশের নাগরিক। আমাদের রাষ্ট্র সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে। তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। মনি আরও বলেন, বিএনপি সবসময় এ দেশের মানুষের পাশে থেকেছে, তাদের অধিকার রক্ষায় কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীরা এই দেশের মাটিতে শত শত বছর ধরে বসবাস করছেন, তারা এ রাষ্ট্রেরই অংশ। কোনো বিভেদ নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্বই আমাদের মূল শক্তি।

সভা শেষে মন্দির কমিটির নেতাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সাবেক এ সংসদ। এছাড়াও উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এর আগে ২৬ সেপ্টেম্বর পাথরঘাটা ও বামনা উপজেলা থেকে ৭০০ জনের বেশি সনাতন ধর্মাবলম্বী নুরুল ইসলাম মনিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।