চাঁদপুরের হাজীগঞ্জে একটি ভবনের ৫ তলা ভবনের এসির মধ্যে আটকে থাকায় ভয়ংকর মৃত্যু ফাঁদ থেকে এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার বেলা ১১টার দিকে মো. রায়হান নামের ১০ বছর বয়সি শিশুটিকে উদ্ধার করা হয়। তবে শিশুটি কীভাবে সেখানে আসলো তা একটি আশ্চর্য্য ঘটনা। কারণ শিশুটি যেখানে আটকে ছিলো সেখানে আসার কোন পথই নেই। তবে স্থানীয়রা জানান, এটি জ্বীনের কাজ হবে।
হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার তালুকদার বাড়ির ৫ তলার ভবনে আল ইহসান মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হান মাত্র ২ দিন পূর্বে অত্র মাদরাসায় ভর্তি হয়েছিলো বলে নিশ্চিত করে তার মা মাহমুদা বেগম।
তিনি আরো জানান, রায়হানের বাবা প্রবাসি বড় ছেলে ও ছোট ছেলেকে এক সাথে এ মাদরাসায় ভর্তি করা হয়েছে।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুইদিন পূর্বে মাদ্রাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। যথা সম্ভব আজ সে পালিয়ে যাওয়ার চেস্টা করেছিলো। কিন্তু এখানে কিভাবে আসলো বুঝতে পারছিনা।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের আবাসিক মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।