ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনের বিকাশই ঘটায় না, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে এম সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক এম. আর ইসলাম বাবু।

প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। ফুটবল, দৌড়, লং জাম্প, ব্যাডমিন্টন, ভলিবলসহ নানা ইভেন্টে রয়েছে এই প্রতিযোগিতায়।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Update Time : ১০:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনের বিকাশই ঘটায় না, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে এম সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক এম. আর ইসলাম বাবু।

প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। ফুটবল, দৌড়, লং জাম্প, ব্যাডমিন্টন, ভলিবলসহ নানা ইভেন্টে রয়েছে এই প্রতিযোগিতায়।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।