বাংলাদেশের স্বনামধন্য বাণিজ্যিক ও রপ্তানি প্রতিষ্ঠান মনপুরা গ্রুপের সহযোগী “এমজি মেশিনারীজ” শোরুম উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নরসিংদী মাধবদী থানার নওপাড়া জজ ভূঁইয়া ৩নং গেইটে অত্যাধুনিক প্রযুক্তি ব্র্যান্ডের চায়না,জাপান,ভারতসহ আন্তর্জাতিক মানের মেশিনারি শোরুম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন।
এই শোরুমে এমব্রয়ডারী মেশিন, ফাইবার লেজার কাটিং মেশিন, সিএনসি রাউটার মেশিন, ফাইবার লেজার মার্কিন মেশিন,টঠ মার্কিন মেশিন,টঠ প্রিন্টার মেশিন, সাবলিমেশন প্রিন্টার মেশিন,ইকো সলভেন্ট প্রিন্টার মেশিনসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের সকল মেশিন এই শোরুমে বিক্রি করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানের মেশিনারীজ প্রতিষ্ঠান মনপুরা গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে একটি। দামে সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় মনপুরা গ্রুপের মেশিনারি পণ্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। মনপুরা গ্রুপ দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারীজ আমদানি করে আসছে। যার দ্বারা মেটাল ও উড জগতে নতুন দার উন্মোচিত হয়েছে। বর্তমানে মেটাল শিল্পকে আধুনিকতার ছোয়া দিতে মনপুরা গ্রুপ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি। আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
এসময় মনপুরা গ্রুপের ম্যানেজার মোঃ মেহেদী হাসান,সেলস ও মার্কেটিং ম্যানেজার ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ম্যানেজার রিকভারি মোঃ বিল্লাল হোসেন, জিএস সোহাগ হোসেনসহ মনপুরা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, দেশের বিভিন্ন মেশিনারি ব্যবসায়ীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।