হাজীগঞ্জে এইচ.জি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে বিনামূল্যে তিন’শ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সামাজিক দ্বায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অস্বচ্ছল পরিবারের রোগীদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
এদিন হাজীগঞ্জ কচুয়া সড়কস্থ মকিমাবাদ এলাকায় অবস্থিত হাসপাতালের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বেশ কয়েকজন চিকিৎসক হাজীগঞ্জ উপজেলা’সহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা অস্বচ্ছল পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সেবা প্রদান করেন, কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদ মোল্লা, সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. নূর ই আলম মজুমদার, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস জ্যোতি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মেহেদী হাছান, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. নাবিল নিবরাস ও শিশু বিশেষজ্ঞ ডা. জামিল ওসমান।
হাসপাতালের চেয়ারম্যান এএফএম আহমেদ কবির তনয়, ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাছান ফিরোজ, ভাইস চেয়ারম্যান মো. শামছুজ্জামান মুন্সী, আবুল খায়ের ও আবুল ফাত্তাহ, এএমডি আহমেদ খাঁন, সেক্রেটারী মাসুদ খাঁনসহ অন্যান্য পরিচালকদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাছান ফিরোজ বলেন, হাজীগঞ্জে মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত এইচ.জি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি।
তিনি বলেন, নিয়মিত হাসপাতাল ও ডায়াগণস্টিক কার্যক্রম পাশাপাশি আমরা সামাজিক দ্বায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল পরিবারের লোকজনকে বছরে একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এর ধারাবাহিকতায় আজ (শুক্রবার) ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন’শ রোগীকে সেবা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এইচ.জি হেলথ কেয়ার হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, সবধরনের পরীক্ষা-নিরিক্ষা, নরমাল ডেলিভারী ও সিজারসহ সকল অপারেশন ও সার্জারী, মেডিকেল চেকআপ, ভর্তি ও বেড সুবিধা এবং ফিজিওথেরাপিসহ চিকিৎসা সংক্রান্ত সকল সেবা রয়েছে। এর মধ্যে বিশেষায়িত সেবা হিসাবে জাপানিজ ডায়ালাইসিস সেন্টারে আদলে প্রতিষ্ঠিত এইচ.জি হেলথ কেয়ারে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হয়েছে।
এই ডায়ালাইসিস সেন্টারে নেগেটিভ ও পজেটিভ রোগীদের আলাদাভাবে ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে। রোগীদের সেবায় অভিজ্ঞ ডাক্তার, নার্স, দক্ষ টেকনিশিয়ান ও উন্নত মেশিনে এক্সরে, আল্ট্রাসনোগ্রাফী’সহ সকল পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে সেবা দেওয়া হয়। এখানে সার্বক্ষনিক শীতাতপ নিয়ন্ত্রিত জেনারেটরের ব্যবস্থা রয়েছে।
Reporter Name 














