ঢাকা 12:02 pm, Friday, 14 November 2025

কচুয়ায় বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কচুয়ায় বসতঘর পুড়ে দেওয়ার অভিযোগ।

কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়ির আবুল বাসার নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ১১টা সময় এ ঘটনা ঘটে। আগুনে নির্মিত বসত ঘর এবং ঘরে থাকা ফার্নিচারসহ মালামাল সব ছাই হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছেন আবুল বাসারের পরিবার। ঘর এবং আসবাবপত্র বাবদ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ- এটি কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা বসতঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা জানায়, আবুল বাশার ও তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। প্রতি সপ্তাহ ও মাসে বাড়িতে এসে বসতঘরটি দেখাশোনা করেন। বুধবার রাত ১১ টার সময় কে বা কাহারা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বিদ্যুতের মিটারসহ সকল কিছু বন্ধ ছিলো । ঘরটি পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

তারা আরো জানান, এই বাড়ির পাশপাশে মাদক সেবনকারী চলাফেরা অনেক বেশি। প্রায় সময় এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য তাহমিনা বলেন, দুর্বৃত্তরা অসহায় আবুল বাশারের ঘরটি পুড়িয়ে দিয়েছে। এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তিনি আরো বলেন, গত তিন বছরের পূর্বে ও আমার বসতঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার মতো একই ভাবে আমার ভাসুরের ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ আবুল বাশার জানান,আমি ও আমার স্ত্রী নিয়ে ঢাকায় বসবাস করি। সপ্তাহ ও মাসে বাড়িতে একদিন বা দুই দিনের জন্য আসি। সব সময় বাড়ির বিদ্যুতের মিটার ও সকল কিছু বন্ধ থাকে। আমার বসতঘরটিতে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম চাঁদপুরের হাফেজা হুমায়রা

কচুয়ায় বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Update Time : 09:49:37 am, Friday, 14 November 2025

কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়ির আবুল বাসার নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ১১টা সময় এ ঘটনা ঘটে। আগুনে নির্মিত বসত ঘর এবং ঘরে থাকা ফার্নিচারসহ মালামাল সব ছাই হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছেন আবুল বাসারের পরিবার। ঘর এবং আসবাবপত্র বাবদ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ- এটি কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা বসতঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা জানায়, আবুল বাশার ও তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। প্রতি সপ্তাহ ও মাসে বাড়িতে এসে বসতঘরটি দেখাশোনা করেন। বুধবার রাত ১১ টার সময় কে বা কাহারা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বিদ্যুতের মিটারসহ সকল কিছু বন্ধ ছিলো । ঘরটি পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

তারা আরো জানান, এই বাড়ির পাশপাশে মাদক সেবনকারী চলাফেরা অনেক বেশি। প্রায় সময় এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য তাহমিনা বলেন, দুর্বৃত্তরা অসহায় আবুল বাশারের ঘরটি পুড়িয়ে দিয়েছে। এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তিনি আরো বলেন, গত তিন বছরের পূর্বে ও আমার বসতঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার মতো একই ভাবে আমার ভাসুরের ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ আবুল বাশার জানান,আমি ও আমার স্ত্রী নিয়ে ঢাকায় বসবাস করি। সপ্তাহ ও মাসে বাড়িতে একদিন বা দুই দিনের জন্য আসি। সব সময় বাড়ির বিদ্যুতের মিটার ও সকল কিছু বন্ধ থাকে। আমার বসতঘরটিতে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।