ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এর সমর্থনে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ৫ নং সদর ইউনিয়নের পশ্চিম কাজিরগাঁও মোঃ আমানুল্লাহ পাটোওয়ারী রিপনের বাড়িতে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজনে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হাই পাটোওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন।
সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্তানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটি ঘোষণা করেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আকরাম লিংকন, সুহিলপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ শরিফুল ইসলাম গাজী, বিএনপির নেতা মোঃ আমানুল্লাহ পাটোওয়ারী রিপন, ২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ মমিন প্রধানিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখাওয়াত হোসেন শামীম: 




















