বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন হাজীগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে তিনি পুরো বাজারজুড়ে দোকানদার, ব্যবসায়ী ও স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা তালীমূল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মো. মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী, সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান, নায়েবে আমীর মাওলানা মো. কবির হোসাইন।
এছাড়া স্থানীয় অসংখ্য নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















