চাঁদপুরের কচুয়ার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজের ২ মাস ১৭ দিন পর তার মৃত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে জয়নগর গ্রামের গাজী বাড়ী সংলগ্ন উত্তর পার্শ্বে একটি ডোবা থেকে কিছু হাড় ও মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান হাড় ও মাথার কঙ্কাল উদ্ধার থানায় নিয়ে আসে।
নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন (১৩) উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির সৌদী প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে।
১৩ বছর বয়সী সাকিব হাসান গত ৮ সেপ্টেম্বর ওই দিন দুপুরে তার শামসুন্নাহারের কাছে ভাত খেতে চাইলে এ সময় বাহিরে কোন এক অজ্ঞাত ব্যক্তি ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরেনি ।
এ ঘটনায় সাকিবের দাদা গাজী মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে ছিলেন। (যার নং ৪৮৩)।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কিছু হাড় ও মাথার কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কঙ্কাল গুলো ডিএন-এ টেষ্টের জন্য পাঠানো হবে। ডিএন-এ টেষ্টের পর বুঝা যাবে এ গুলো কার সাকিবের না অণ্যকারো। তবে নিখোঁজ সাবিকের নানা দুধ মিয়ার দাবি উদ্ধার হওয়া হাড় ও মাথার কঙ্কাল সাকিবের হবে বলে ধারনা করেন তিনি।
কচুয়া প্রতিনিধি: 






















