নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত বহুল পাঠকপ্রিয় গণমাধ্যম সাপ্তাহিক চাঁদপুর কাগজ তার সাফল্যমণ্ডিত ২১ তম বর্ষে পদার্পণ করেছে। ২০০৫ সালের ২৭ নভেম্বর পত্রিকাটি যাত্রা শুরু করে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পত্রিকাটি নানা চড়াই-উতরাই ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধারাবাহিকভাবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
শুরু থেকেই পাঠকবান্ধব সংবাদ, নির্ভরযোগ্য তথ্য এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার নিয়ে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও উন্নত, নিরপেক্ষ এবং সুন্দর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন।
২১ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার॥ 























