সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন প্রয়াত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক হলেন, হাজীগঞ্জের মিলন হোসেন মিয়াজী। রোববার (১৮ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ্যাড. মো. কামাল হোসেনকে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর আহবায়ক ও মো. মাজহারুল আলম মিথুনকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় এ কমিটি গঠন করা হয়। ওইদিন সংগঠনটির উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত এক বর্ধিত সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় আহবায়ক কমিটির ঘোষণা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মিলন হোসেন মিয়াজী ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ ছাড়াও ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। গত ৩০ বছর ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন।
এক প্রতিক্রিয়ায় মিলন হোসেন মিয়াজী তাঁর দায়িত্ব পালনে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তাঁর রাজনৈতিক অবদান নতুন ও আগামি প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’। গত ১৮ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক বর্ধিত সভার মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী গঠন করা হয়।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















