হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ‘আমার দেশ’ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকালে তিনি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ টপ টেনের সামনে এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রং সাইডে এসে সাংবাদিক হাসান মাহমুদকে সজোরে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের হাঁটুর জয়েন্ট ভেঙ্গে গুরুতর আহত হন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
এসময় ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, তার পায়ে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। পরে পরিবারের লোকজন তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতায় পরিবারের লোকজন ও সাংবাদিক দোয়া কামনা করেন।
Reporter Name 





















