জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগিতায় ইংরেজি রচনায় (২০২৪ সালের) ‘ক’ গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, চাঁদপুর মতলবের সানিয়া সাঈদ। সে কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।
এছাড়া সে একই ইভেন্টে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে (২০২৬ সালের) রানারআপ (২য়) হয়েছে। রোববার (১৮ জানুয়ারী) জাতীয় পর্যায়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেই এই গৌরব অর্জন করে।
এর আগে সানিয়া সাঈদ ইংরেজি রচনা প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল বলেন, মতলববাসীর দোয়া ও চট্টগ্রাম বিভাগের সবার সমর্থনে সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মতলব তথা চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছে। সানিয়ার সাফল্যে কেএফটি পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নব প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সানিয়া সাঈদ উপজেলার নারায়ণপুর গ্রামের আবু সাঈদের কণ্যা।
Reporter Name 






















