মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিসহ আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার প্রমুখ।
বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের (কোট মসজিদ) সহকারী ইমাম হাফেজ মো. রাফি। তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী, শহিদ বুদ্ধিজীবী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ভুইয়াসহ অন্যান সরকারি কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।