ত্রিনদী অনলাইন ডেস্ক :
নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে নতুন কেবিনেট সচিব কবির বিন আনোয়ার এ তথ্য জানান।
সভায় একাদশ জাতীয় সংসদে ২০২৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।
এছাড়া প্রতিবছর ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছে এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য বৈঠকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব যাতে মেনে চলে সেজন্য স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দেন তিনি।
করোনার নতুন সংক্রমণের কারণে চীনসহ যেসব দেশ থেকে প্যাসেঞ্জার আসবে, এখন থেকে তাদেকে বিমানবন্দরগুলোতে করোনা টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।