মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। বুধবার (১৫ ফেব্রæয়ারী) সকালে তিনি কলেজে ক্যম্পাসে উপস্থিত হয়ে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে দিক-নির্দেশনা অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
এদিন সকালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী কলেজ ক্যাম্পাসে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। এ সময় সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র সাহা, ফাতেমা আক্তার, মল্লিকা রানী পাল, মো. আফজাল হোসেন, মো. হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অতিথি হিসাবে ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর বড় ছেলে, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, ছোট ছেলে ব্যারিষ্টার শাহরিয়ার আহমেদ শাওন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ৩৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১ হাজার ৩২ জন। পাশের হার ৯৮.৬৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১১ জন, এ গ্রেড ৫৮৭ জন, এ মাইনাস ১১২ জন, বি গ্রেড ১৯ জন, সি গ্রেড ৩ জন, এবং অকৃতকার্য হয়েছে ১৪ জন শিক্ষার্থী।
অপর দিকে বিএম শাখা থেকে ১৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭৫ জন। পাশে হার ৯৯.৪৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন, এ গ্রেড ১৪৪ এবং অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী।