ঢাকা 4:16 am, Monday, 1 September 2025

হাজীগঞ্জে মাহফিলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 09:27:07 pm, Saturday, 4 March 2023
  • 28 Time View

ফাইল ছবি।

হাজীগঞ্জে ওয়াজ-মাহফিলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির হোসেন (৩৮) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের মাদরাসা বাড়ির মৃত মমিন মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে প্যান্ডেলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মো. জাকির হোসেন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। শুক্রবার সকালে লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাজীগঞ্জ থানা পুলিশ। এরপর এদিন বাদ জুমআ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন। এসময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিপি নূর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

হাজীগঞ্জে মাহফিলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : 09:27:07 pm, Saturday, 4 March 2023

হাজীগঞ্জে ওয়াজ-মাহফিলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির হোসেন (৩৮) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের মাদরাসা বাড়ির মৃত মমিন মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে প্যান্ডেলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মো. জাকির হোসেন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। শুক্রবার সকালে লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাজীগঞ্জ থানা পুলিশ। এরপর এদিন বাদ জুমআ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন। এসময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।