চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গনি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের মিলনায়তন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
দোয়া ও মোনাজাতে বিদ্যালয়ের সকল প্রয়াত শিক্ষক এবং শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান সকল শিক্ষক-শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কমনা করা হয়।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ওবায়েদুর রহমান মোহন, সিনিয়র শিক্ষক ইসমাইল প্রধানীয়া, নাজির আহমেদ, রাকিবুল হাসান, মাকসুদুর রহমান, সারওয়ার হোসেন, মাহবুব আলম, তৌফিক আরফিন, আব্দুস কুদ্দুছ, সাইফুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, বিপ্লব দাস, মাহমুদুল হাসান, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার, আব্দুল রশিদ মাস্টার, রোকেয়া বেগম, দীপাসহ ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীগণ।
Reporter Name 
























