ঈদুল ফিতর সামনে রেখে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে হরেক রঙের পোশাকে সাজানো হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।
ঈদুল ফিতর সামনে রেখে রমজানের শুরুতেই বড় বড় দোকানগুলোতে হরেক পোশাকের পসরা। তবে গত কয়েকদিন দোকানে ক্রেতা কম থাকলেও আগামীকাল শুক্রবার ও শনিবার ছুটির পর প্রথম কর্মদিবসে শপিংমলগুলোতে ক্রেতা ভীড়বে বলে আশা করেন দোকানীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদে নারীদের কেনাকাটার তালিকায় এবার রয়েছে কুর্তি, টপস, ওয়ান-পিস, টু-পিস, নাইরা, সারারা, ঘারারা। তবে গরমের কথা মাথায় রেখেই পোশাক কেনাকাটা করছেন ক্রেতারা। গরমে আরামের কথা মাথায় রেখে তারা বেছে নিচ্ছেন নানা বুটিক, সুতি ও লিলেন জামা।
ক্রেতারা জানান, রোজার শুরুর দিকেই পোশাকের দাম অনেক চড়া। গতবছরের তুলনায় দাম ৫০০ থেকে ৭০০ টাকা বেশি বলে অভিযোগ তাদের।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিদিনই বাজারে নতুন ডিজাইনের পোশাক আসছে।
বিক্রেতারা জানান, ভারতীয় পোশাকের চাহিদা বেশি। প্রথম দিকে তুলনামূলক ক্রেতা উপস্থিতি কম। তবে শুক্রবার থেকে বিকি-কিনি বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
এ ছাড়া শেষের দিকে ক্রেতারা পোশাকের সঙ্গে মিলিয়ে গহনার দিকেও ঝুঁকবেন বলে জানান ব্যবসায়ীরা।